ভ্রমণ ভিসার ক্ষেত্রে নতুন নীতিমালা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশটি আবেদন সাপেক্ষে সব ধরনের ভিসার মেয়াদ দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন বলছে, ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে দেশটিতে প্রবেশের আগে। এর জন্য ফি দিতে হবে ২০০ আমিরাতি দিরহাম। এছাড়া স্মার্ট পরিষেবার চার্জ ১০০, ইলেকট্রনিক পরিষেবার জন্য ৫০ ও অথরিটির চার্জ হিসেবে পরিশোধ করতে হবে আরো ৫০ আরব আমিরাতি দিরহাম।
অনলাইনে আবেদন করে বা অনুমোদিত কেন্দ্রগুলোতে গিয়ে এ আবেদন করা যাবে। আবেদনকারী ৩০ দিনের মধ্যে সব শর্ত পূরণ না করলে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যাবে। এছাড়া বারবার অসম্পূর্ণ আবেদনপত্র জমা দিলে তা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে তিন মাস থাকতে হবে।
দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ), কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি ১৫ ফেব্রুয়ারি জানিয়েছে, পূর্বে ভ্রমণ ভিসার মেয়াদ ৩০ দিন থাকলেও বর্তমানে তা ৯০ দিন করা হয়েছে। নতুন আপডেট অনুযায়ী কোন আত্মীয় বা বন্ধুর ভিজিট ভিসা ৩০, ৬০ এবং ৯০ দিনের জন্য একক ট্রিপ বা একাধিক ট্রিপ বাড়ানো এবং ভিসার প্রাক-প্রবেশের মেয়াদ বাড়ানোর স্মার্ট পরিষেবা চালু করা হয়েছে। এই স্মার্ট সেবার মাধ্যমে ভিসাধারীদের অ্যাকাউন্টে ভিসা এবং বাসস্থানের বিবরণ প্রিন্ট করার ব্যবস্থাও থাকছে। স্মার্ট সিস্টেমের অন্যান্য আপডেটগুলোর মধ্যে আছে পর্যটন, চিকিৎসা এবং রোগীর সঙ্গে ভ্রমণের জন্য সংযুক্ত আরব আমিরাতে আসা একটি পরিবারের গ্রুপ ভিসা কিংবা ৬০ দিন এবং ১৮০ দিনের জন্য একাধিক ভ্রমণের ভিসা ইস্যুর সুবিধা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
