প্রথমবারের মত মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি আরব। নারী নভোচারী রায়ানাহ বার্নাউয়ি এবং পুরুষ নভোচারী আলী আল-কারনিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সৌদি স্পেস কমিশন জানায়, স্পেস ফ্লাইটটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে উৎক্ষেপণের কথা রয়েছে। এছাড়াও, সৌদি হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামে আরও দু’জন নভোচারী মরিয়ম ফেরদৌস এবং আলী আল-ঘামদির মিশনের জন্য প্রশিক্ষণে রয়েছেন।
সৌদি স্পেস কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল-সোয়াহা জানান, সৌদি নেতৃত্ব মহাকাশ কর্মসূচিতে সীমাহীন সমর্থন দিতে আগ্রহী। এই প্রোগ্রামের মাধ্যমে, রাজ্য মহাকাশ বিজ্ঞানের স্তরে বৈজ্ঞানিক উদ্ভাবনগুলো সক্রিয় করতে চায় এবং স্বাধীনভাবে তার নিজস্ব গবেষণা পরিচালনা করার সক্ষমতা বৃদ্ধি করতে চায়। যা শিল্প এবং দেশের ভবিষ্যতের উপর ইতিবাচকভাবে প্রতিফলিত করবে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের (এসটিইএম) ক্ষেত্রে স্নাতকদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং প্রতিভা এবং প্রয়োজনীয় দক্ষতা আকর্ষণ করে মানব মূলধন বিকাশ করবে।
মানব মহাকাশযাত্রা প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা এবং উদ্ভাবনের মতো অনেক ক্ষেত্রে দেশগুলোর শ্রেষ্ঠত্ব এবং বৈশ্বিক প্রতিযোগিতার প্রতীক। এই মিশনটিও ঐতিহাসিক, কারণ এটি সৌদিআরবকে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে অন্যতম করে তুলবে বলেও মনে করেন সৌদি স্পেস কমিশনের চেয়ারম্যান।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















