অবৈধ পথে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে বর্তমানে বৈধ পথে ঝুঁকছেন প্রবাসীরা। ফলে, হু হু করে বাড়ছে দেশে রেমিট্যান্সের পরিমাণ। চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ গত সাত মাসে দেশে ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানাগেছে, বিদেশে আয় করেন বৈধভাবে। তবে দেশে সুবিধাভোগীর কাছে অর্থ পাঠান অবৈধ হুন্ডি কারবারিদের মাধ্যমে। সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে সংগ্রহ করা অর্থ সুবিধাভোগীর কাছে পৌঁছে দিচ্ছে। অর্থ পৌঁছানোর সঙ্গে জড়িত এমন প্রায় ৬ হাজার এজেন্ট চিহ্নিত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বর্তমানে হুন্ডির বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের ফলে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স বেড়ে প্রায় ১৯৬ কোটি ডলার এসেছে। আগামী মাসগুলোতে আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
