ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেই চেক ইন কাউন্টারে ফ্লাইট নির্দেশনা, এতে ফ্লাইট মিসের শঙ্কায় থাকেন যাত্রীরা। বিমান থেকে নেমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও মিলছে না লাগেজ। পার্কিংসহ বিমানবন্দর ব্যবস্থাপনা নিয়েও যাত্রীদের অভিযোগের যেন শেষ নেই। এ অবস্থায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শনে গিয়ে যাত্রীদের তোপের মুখে পড়েন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। যদিও বিমানবন্দরের ব্যবস্থাপনায় তিনি অসন্তুষ্ট নন বলেই জানান।
বিমানবন্দরের সেবায় যেন প্রবাসীরা গর্ববোধ করেন এমন মন্তব্য করে বিমান প্রতিমন্ত্রী বলেন, “প্রবাসীরা বিদেশে গিয়ে কষ্ট করে দেশের জন্য টাকা আয় করে নিয়ে আসেন। আর তারা যখন দেশে আসবেন তাদের যেন বিমানবন্দরে ভালো সেবা দেওয়া হয়। বিমানবন্দরের সেবায় যেন তারা গর্ববোধ করেন।”
এদিকে ক্ষুব্ধ প্রবাসীরা জানিয়েছেন, ইমিগ্রেশন কাউন্টারের দুই পাশে আছে ই-গেট, যার এক পাশ বন্ধ। অথচ প্রতিমন্ত্রী প্রবেশের পরই তা আবার চালু হয়ে যায়। টার্মিনাল ২-এর আগমনী অংশের চিত্র আরও বিচিত্র দেখা গেছে। লম্বা সময় বিমান যাত্রার পর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যাত্রীরা বুঝে পাচ্ছেন না লাগেজ। তবে, এত অব্যবস্থাপনা আর যাত্রী ভোগান্তির মধ্যেও বিমানবন্দর ব্যবস্থাপনায় কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
