যেই দেশে শৈত্যপ্রবাহ বিরল, সেই ওমানেই হচ্ছে বিরল তুষারপাত। মরুভূমির দেশে অভূতপূর্ব এই তুষারপাত দেখা মিলেছে উপসাগরীয় দেশ ওমানে। চলতি মাসে দেশটির জাবাল আশ শামস পার্বত্য এলাকায় হয় বিরল এ তুষারপাত। ওমান ডেইলির খবরে বলা হয়েছে, ভৌগলিক অবস্থানের কারণে তুষারঝড় দূরের কথা, শৈত্য প্রবাহ দেখাই দুষ্কর ওমানে। সেখানে আবহাওয়ার বিরূপ আচরণে হতবাক স্থানীয় অধিবাসীরা। উৎসাহী নাগরিকদের অনেকেই বরফের ওপর মেতে ওঠেছেন খেলায়।
গ্রীষ্মকালীন সময়ে ওমানে সর্বোচ্চ ৫৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, সেই দেশেই বর্তমানে তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে। ওমানের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরুর বুকে বরফ পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি হয়েছে। জাবাল আশ শামসের চূড়ায় অব্যাহত রয়েছে ভারী তুষারপাত। এতে আশেপাশের রাস্তাঘাট ঢেকে গেছে বরফের চাদরে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
