ওমানের ধোফার অঞ্চলে ৩৩১ ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। বৃহস্পতিবার রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “মাদক-বিরোধী ও সাইকোট্রপিক সাবস্ট্রিটিস বিভাগ ও ধোফার পুলিশের যৌথ অভিযানে ৩৩১ টি ট্যাবলেট সহ আফ্রিকান ও এশিয়ান নাগরিক গ্রেপ্তার করেছে।” রয়্যাল ওমান পুলিশ মাদকের বিরুদ্ধে লড়াইয়ে নাগরিক ও বাসিন্দাদের সহযোগিতার প্রশংসা করেছে। ওমানের মাদক ব্যবসায়ীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশের পক্ষথেকে বলা হয়েছে যে, ১৪৪৪ হটলাইনে কল করে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে পুলিশকে অবহিত করতে অথবা নিকটস্থ থানায় অবহিত করতে পারে নাগরিকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
