মালয়েশিয়ায় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। তবে ভালো কোনো কাজের জন্য তিনি ভাইরাল হননি, তার অদক্ষ কাজের কারণে ভাইরাল হয়েছেন। জানাগেছে, মালয়েশিয়ার জনপ্রিয় চেইন ব্র্যান্ড শপ সেভেন ইলেভেনের একটি স্টোরে ফ্লোর পরিষ্কার করার মপ দিয়ে মাইক্রোওয়েভ পরিষ্কার করছিলেন বাংলাদেশি একজন পরিচ্ছন্নতাকর্মী। ঠিক সেই মুহূর্তের ছবি তোলেন এক স্থানীয় নাগরিক। এরপর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি, যা কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সময় রোববার (২২ জানুয়ারি) কুয়ালালামপুরের কাম্পুং আতাপের জালান সুলতান সুলাইমান রোডের সেভেন ইলেভেনের স্টোরে এ ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলো এরই মধ্যে দেখেছেন ২০ লাখের বেশি মানুষ। তার এমন অদক্ষ কাজের সমালোচনা করেছেন নেটিজেনরা।
ছবিতে দেখা যায়, সেভেন ইলেভেনের ইউনিফর্ম পরা এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফ্লোরে ব্যবহৃত মপ দিয়ে খাবার গরম করার মাইক্রোওয়েভের ভেতরের অংশ পরিষ্কার করছেন। এমন ছবি দেখে নেটিজেনরা বলছেন, বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ শ্রমিকের কাজের প্রাথমিক জ্ঞান না থাকায় তারা এ ধরনের অনেক ভুল কাজ করে থাকেন। প্রশিক্ষণ না নিয়ে বিদেশ গেলে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে এমনটাই দাবী করছেন কমিউনিটি নেতারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
