কাল থেকে টানা তিন দিনের ছুটি পাচ্ছে ওমানের নাগরিক ও প্রবাসীরা। দেশটির সুলতান হাইথাম বিন তারিকের ক্ষমতা গ্রহণের দিন হিসেবে ১১ জানুয়ারিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এবছর ১১ জানুয়ারি বুধবার হওয়ায় একদিন পিছিয়ে ১২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে এবছর টানা ৩ দিনের ছুটি উপভোগ করতে পারবেন সবাই।
ওমানের সুলতান এই সংক্রান্ত একটি রাজকীয় ডিক্রি জারি করেছেন। সুলতানের রাজকীয় ফরমান ৮৮/২০২২ এ বলা হয়, ১৮ এবং ১৯ নভেম্বর জাতীয় দিবস উপলক্ষে সরকারী ছুটির দিন হিসেবে গণ্য হবে এবং বছরের এগারো জানুয়ারি সুলতানের ক্ষমতা গ্রহণের দিন হিসেবে এই দিনেও সরকারি ছুটি থাকবে।
রাজকীয় আদেশের ভিত্তিতে ১২ তারিখ বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক যন্ত্রপাতি (পাবলিক সেক্টর), অন্যান্য আইনি সংস্থা এবং বেসরকারি খাতের প্রতিষ্ঠানের ইউনিটগুলিতে কর্মচারীদের জন্য একটি সরকারী ছুটির দিন হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওইদিন নিয়োগকর্তারা চাইলে তাদের কর্মীদের দিয়ে কাজ করাতে পারবেন, সেক্ষেত্রে শ্রমিকদের অতিরিক্ত বেতন দিতে হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
উল্লেখ্য: বিশ্ব দরবারে একটি উদার, আধুনিক ও ধনি রাষ্ট্র হিসেবে ওমানের নাম লিখিয়ে ৭৯ বছর বয়সে ২০২০ সালের ১০ জানুয়ারি মারা যান ওমানের রূপকার সুলতান কাবুস বিন সাঈদ। মৃত্যুর পর আলোচনায় আসেন আরব বিশ্বের নিভৃতে থাকা এ শাসক। সুলতানের মৃত্যুর একদিন পর অর্থাৎ ১১ জানুয়ারি ক্ষমতায় আসেন তারই আপন চাচাতো ভাই সুলতান হাইথাম বিন তারিক। যিনি সুলতান কাবুসের শাসনামলে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন। সেই হিসেবে বুধবার ১১ জানুয়ারি সুলতানের ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বার্ষিকী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
