ওমানের মাস্কাটে ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। জলাবদ্ধতায় আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ করছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৬৩ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে। আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারের ভারী বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকবে বৃহস্পতিবার পর্যন্ত এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল্লাহ বিন রশিদ আল খাদুরি জানান, বুধবার সন্ধ্যা থেকে আবহাওয়া পরিস্থিতি উন্নত হবে। মঙ্গলবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে ১২ টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স অথরিটি। তবে এখন পর্যন্ত কোন প্রাণহানি ঘটেনি। এবারের নিম্নচাপের প্রভাবে মাতরাহ অঞ্চলে সর্বোচ্চ ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। একইসাথে অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে না যেতে অনুরোধ জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সেইসাথে জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালানোর সময় গাড়িচালকদের সাবধানতা অবলম্বন করার জন্য সতর্ক করেছে পুলিশ।
এদিকে, বৃষ্টিপাতের সময় যারা আইন অমান্য করে ওয়াদি পারাপার হচ্ছেন, তাদেরকে হুশিয়ারি করে পুলিশ জানিয়েছে, যারা আকস্মিক বন্যার মধ্যে দুঃসাহসিক সাহস দেখাচ্ছে তাদের বিরুদ্ধে জরিমানার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। সেইসাথে তাদের যানবাহনও আটক করে রাখা হবে। পুলিশ বলছে, বন্যার মধ্যে অকারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ওমান পুলিশ। ওমানের বিভিন্ন প্রদেশে খোঁজ নিয়ে জানাগেছে, ভারী বর্ষণের ফলে উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, আশ শারকিয়াহ, আল উস্তা, ধোফার, আল দাহিরা এবং আল বুরাইমির কিছু অংশ জলাবদ্ধতা দেখা দেওয়ায় যানবাহনের চলাচলকে ধীর গতি লক্ষ করা গেছে।
টানা বৃষ্টিপাতের কারণে ওমানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সাধারণ মানুষকে অবিরাম সেবা দিয়ে যাচ্ছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এবং সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। বুধবার ওমান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে যেখানেই ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ে সেখানে কর্মকর্তাদের সক্রিয় হতে দেখা যায়, বৃষ্টির মধ্যে আটকে পড়া যানবাহন টেনে নিয়ে যেতে এবং ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় তাদের। ওমানের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাতের মধ্যে নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে নিম্নচাপ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
