থেমে নেই করোনার দাপট। আবারো তাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ ৭। চীনে প্রতিনিয়ত বাড়ছে রোগী। দিনে আক্রান্ত হচ্ছে কয়েক লাখ। চীনের ভয়াবহতা ঢাকতে নিয়েছে নতুন সিদ্ধান্ত। তারা প্রতিদিনের শনাক্তের হার প্রকাশ করবে না। আর ভারত পাঁচটি দেশ থেকে আগত যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে। এদিকে দেশের সব বন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশ।
চীনে চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনে অন্তত ২৫০ কোটি মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে পশ্চিমের গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) হিসাবে উল্লেখিত সময়ে দেশটিতে ৬২ হাজার ৫৯২ জনের করোনার লক্ষণ দেখা গেছে। সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, গত বুধবার এনএইচসির বৈঠকে ডিসেম্বরের প্রথম ২০ দিনে অন্তত ২৫ কোটি মানুষের করোনা শনাক্তের তথ্য উপস্থাপন করা হয়। ইতোমধ্যে মৃতদেহ সৎকার করার জন্য বিভিন্ন জায়গায় রীতিমতো লাইন লেগেছে।
ভারতেও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত কয়েকজনকে পাওয়া গেছে। মোদি সরকার করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক অবস্থানে আছে। ২৪ ডিসেম্বর সরকারের জারি করা এক নির্দেশনায় বলা হয়, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান ও হংকং থেকে আগত যাত্রীদের করোনার উপসর্গ দেখা দিলে বা পজিটিভ রিপোর্ট এলে তাদের কোয়ারান্টিনে রাখা হবে বলে জানিয়েছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়।
করোনার এই নতুন ভ্যারিয়েন্ট চারগুণ বেশি দ্রুত সংক্রমিত করতে পারে। তাই এটিকে বলা হয় আর১৮। অর্থাৎ একজন থেকে ১৮ জন সংক্রমিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে এই ভ্যারিয়েন্ট নিয়ে অধিকতর কাজ করছে। বাংলাদেশে এই ভ্যারিয়েন্ট যেন না প্রবেশ করতে পারে সেজন্য সব বন্দরগুলোতে স্ক্রিনিং কার্যক্রম জোরদার করতে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সিডিসি। বিমান, নৌ ও স্থল বন্দরে আগত যাত্রীদের স্ক্রিনিংসহ সন্দেহভাজন যাত্রীকে র্যাপিড এন্টিজেন টেস্ট করতে বলা হয়েছে। এছাড়া অধিক সংক্রমিত দেশ থেকে আগত যাত্রীদের পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী আইসোলেশনের ব্যবস্থা করতে বলা হয়েছে। তাছাড়া প্রস্তুত রাখা হয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
