নারীর পোশাকের স্বাধীনতার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সদস্যদের খুন ও আহত করার অভিযোগে ইরানের যুবক মাজিদ রেজাকে জনসমক্ষে ফাঁসি দেয়া হয়েছে। ফাঁসির আগে তার কবরে কোরান পাঠ না করার জন্য শেষ ইচ্ছা প্রকাশ করেন তিনি। সরকার বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের খুনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। খবর সিয়াসাট।
ফাঁসির আগে সুযোগ দেয়া হয়েছিল শেষ ইচ্ছা জানানোর। তার মৃত্যুর জন্য যাতে কেউ শোকপ্রকাশ না করে, সেই ইচ্ছার কথা জানালেন ২৩ বছর বয়সী ওই যুবক। সেই সঙ্গে তাকে কবর দেয়ার সময় কোরান পাঠ না করারও আবেদন জানান তিনি। ঘটনাটি ঘটেছে ইরানের মাশহাদ শহরে। সরকার বিরোধী বিক্ষোভের সময় ইরানের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা এবং জখম করার অভিযোগ উঠেছিল ২৩ বছর বয়সী মাজিদ রেজার বিরুদ্ধে। ইরানে একটি নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাতে খুন করে ওই যুবক। হামলায় চারজন গুরুতর জখম হন। বিচারে তাকে দোষী সাব্যস্ত করার চার দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
২৩ বছর বয়সী ওই ইরানি যুবকের ফাঁসির ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করেছেন বেলজিয়ামের নারী অধিকার কর্মী এবং সাংসদ দারিয়া সাফাই। ভিডিওতে দেখে গেছে, ফাঁসির আগে ওই যুবককে শেষ ইচ্ছা প্রকাশ করতে বলা হয়। দুই নিরাপত্তারক্ষীর পাশে দুই চোখ বাঁধা অবস্থায় তাকে কথা বলতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, ‘আমি চাই না কেউ আমার কবরে শোক করুক। আমি চাই না যে কেউ কোরান পাঠ করুক। শুধু গানের আনন্দে মেতে উঠুক সবাই।’ এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইরান ও আন্তর্জাতিক স্তরের একাধিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়। কিন্তু সব প্রতিবাদ উপেক্ষা করে গত সোমবার জনসমক্ষে ফাঁসি দেয়া হয় তাকে।
ইরান হিউম্যান রাইটসের প্রধান মাহমুদ আমিরি মোগাদ্দাম বলেছেন, জোরপূর্বক স্বীকারোক্তির ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এটি ইরান সরকারের আরেকটি গুরুতর অপরাধ বলে দাবি করেছেন তিনি। পরিবারকে অন্ধকারে রেখেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে ইরানের একটি সোশাল মিডিয়া ভিত্তিক চ্যানেল। জনসমক্ষে মৃত্যুদণ্ডের ঘটনায় ইরান সরকারের কড়া নিন্দা করেছে মার্কিন প্রশাসন। ইরানি নেতৃত্ব দেশের মানুষকে ভয় পাচ্ছে বলে কটাক্ষের সুরে জানিয়েছেন মার্কিন মুখপাত্র নেড প্রাইস। আন্তজার্তিক প্রতিবাদকে উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকর, ইরানের ইতিহাসে প্রথম বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
