বিশ্বকাপ জয়ের মহোৎসবে বুঁদ আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বরণ করতে বুয়েন্স আয়ার্সে জনতার ঢল। জাতীয় পতাকা হাতে আনন্দ উদযাপন করছেন আর্জেন্টাইনরা। এসময় অনেকের হাতে বাংলাদেশের পতাকাও দেখা গেছে। বিশ্বজয়ীদের বরণ করে নিতে এজেইজা বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই উল্লাসে মাতেন অগণিত মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও এতটুকুও ভাটা পড়েনি উদযাপনে।
নেচেগেয়ে বাদ্য বাজনা বাজিয়ে উল্লাসে মাতেন যে যার মতো। বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনতে দেখা যায় তাদের। পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। স্বপ্নের সোনালি ট্রফি নিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজ দেশে পৌঁছান মেসিরা। তাদের বরণ করে নিতে রাস্তায় কোটি কোটি মানুষের ভিড় লক্ষ করা যায়। এসময় অনেক আর্জেন্টাইনের হাতে বাংলাদেশি পতাকা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি ভাইরাল হতে সময় লাগেনি।
মূলত বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশে উন্মাদনার খবর ফলাও করে প্রচার হওয়ার পর, লাল সবুজের দেশ নিয়ে আগ্রহ বেড়েছে আলবিসেলেস্তেদের। কাতারে বিশ্বকাপ দেখতে আসা আর্জেন্টাইনরাও ধন্যবাদ জানান বাংলাদেশিদের। আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসিকে নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা দেখে বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠেন বহু আর্জেন্টাইন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
