নিজ দেশের নারীদের পরিবর্তে বিদেশি নারী বিয়ে করতে ঝুঁকছেন অনেক ওমানি নাগরিক। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২১ সালে ৩৫০ জন ওমানি নাগরিক বিদেশি নারীকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন এর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে টাইমস অব ওমান।
প্রতিবেদনে বলা হয়, মাস্কাটে ১৬৭, আল সিবে ৬৭, ধোফারে ৭৬ টি সহ দেশটির প্রায় সকল প্রদেশেই বিদেশি নারী বিয়ের খবর পাওয়া গেছে। শুধুমাত্র ধাহিরা, আল উস্তা এবং দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশে কোনো বিদেশি নারী বিয়ের খবর পাওয়া যায়নি।
ওমানের আইন অনুযায়ী বিদেশি নারীদের বিয়ে করতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয়। বিবাহের খরচ, উপযুক্ত আবাসন সরবরাহ, সেইসঙ্গে পারিবারিক সহায়তা সম্পর্কিত খরচগুলি বহন করার জন্য পাত্র আর্থিকভাবে স্বাবলম্বী কিনা তা যাচাই করে অনুমতি দেয় মন্ত্রণালয়। একইসাথে স্ত্রীর অনুমতি ব্যতীত দেশটিতে দ্বিতীয় বিয়ে করারও কোনো আইন নেই। এই আইন অমান্য করলে ২ হাজার রিয়াল জরিমানার বিধান রয়েছে। এছাড়াও পাবলিক সেক্টরে কাজ করা নিষিদ্ধ এবং বিদেশি স্বামী কিংবা স্ত্রীকে ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারীর মত কঠোর আইন রয়েছে দেশটিতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
