ওমানে টপ ট্রাভেল এজেন্ট এওয়ার্ড পেয়েছে বাংলাদেশি কোম্পানি আল সাফার ট্রাভেল। দেশটির সালাম এয়ারের পক্ষথেকে এই এওয়ার্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মাস্কাটের একটি অভিজাত হোটেলে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ওমানের টপ ট্রাভেল এজেন্সির মালিকদের হাতে এই সম্মাননা তুলে দেন সালাম এয়ারের সিইও ক্যাপ্টেন মোহামেদ আহমেদ।
এতে বাকি এজেন্সি গুলো ভারতীয় এবং ওমানি মালিকানাধীন হলেও একমাত্র বাংলাদেশি হিসেবে পুরষ্কার জিতে নেয় আল সাফার ট্রাভেল এজেন্সি। ওমানের টপ ট্রাভেল এজেন্সির তকমা পেয়ে দারুণ উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ ফাহাদ। প্রবাসীদের মাঝে আরো কম মুল্যে এবং উন্নত যাত্রীসেবা নিশ্চিতে কাজ করে যাবেন এমনটি জানিয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
