ফুটবল উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। সময় যত ঘনিয়ে আসছে ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে উন্মাদনা বেড়ে চলেছে। কাতারে গিয়ে গ্যালারিতে লাখ লাখ দর্শনার্থীদের সঙ্গে খেলা দেখার সুযোগ না পেলেও কুয়েতের সালমিয়া কুয়েত ফ্যানবক্স বড় স্ক্রিনে খেলা দেখতে প্রতিদিন স্থানীয় কুয়েতিদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশে ফুটবল প্রেমী প্রবাসীদের ভিড় বেড়েই চলেছে। সমুদ্রের পাড়ে কন্ট্রিনার দিয়ে বিশেষভাবে নির্মিত পার্ক।
কন্টেইনার পার্কে বিভিন্ন ক্রীড়া সামগ্রীর দোকান এবং রয়েছে নানা ধরনের ক্রীড়া কার্যক্রম, ক্যাফে এবং রেস্তোরাঁর পাশাপাশি পাঁচটি স্ক্রিন। যেখানে বিশ্বকাপের প্রতিটি খেলা সম্প্রচার করা হচ্ছে। কুয়েতি মুদ্রায় ৩ দিনার ৫শ পয়সা দিয়ে অনলাইনে টিকেট কেটে হাজার হাজার ফুটবল প্রেমী একসঙ্গে খেলা উপভোগ করেন। গাড়ি পার্কিংয়ের জন্য করা হয়েছে আলাদা ব্যবস্থা। বন্ধুবান্ধব ও সমর্থকরা পাশাপাশি বসে খেলা দেখতে নির্দিষ্ট সময়ের আগে সিট দখল করে নেন। কুয়েতের বিভিন্ন জায়গা থেকে ফুটবল প্রেমীরা ছুটে আসেন এখানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
