মালয়েশিয়ায় পতাকা উল্টো করে টাঙানোর অভিযোগে আটক বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থক মো. দিপলপ হোসাইনকে ৩ হাজার পাচশ’ রিঙ্গিত জরিমানা করেছে দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আদালতে দোষ স্বীকার করার পর ম্যাজিস্ট্রেট পি. সারুলতা প্রবাসি বাংলাদেশি মো. দিপলপ হোসাইনকে এ জরিমানা করেন, প্রায় সঙ্গে সঙ্গেই দিপলপ তার জরিমানার অর্থ পরিশোধ করেন।
মরুভূমির দেশ কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের এ আসরকে ঘিরে চারদিকে দেখা যাচ্ছে নানা উন্মাদনা। বিশ্বকাপ এলে সমগ্র বাংলাদেশ যেন আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই মেরুতে ভাগ হয়ে যায়। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগ, জেলা এমনকি উপজেলা শহরেও প্রিয় দলের দেশের পতাকা দিয়ে মুড়িয়ে ফেলে সমর্থকরা। দেশের সীমানা ছাড়িয়ে পতাকা টাঙানোর সেই উন্মাদনা বিদেশের মাটিতেও দেখাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।
গত ২৬ নভেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের জালান মুহিব্বাহার একটি অ্যাপার্টমেন্টে নিজ বাসার বারান্দায় মালয়েশিয়ার পতাকা টাঙান দিপলপ। কিন্তু টাঙানোটা হয়ে যায় উল্টো। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন স্থানীয় এক নাগরিক। অন্যদের দেখাদেখি দিপলপ তার বাসার বারান্দায় একটি খুঁটিতে সবার ওপরে আর্জেন্টিনার পতাকা ও তার সামান্য নিচে মালয়েশিয়ার পতাকা টাঙান। তবে মালয়েশিয়ার পতাকাটি উল্টো করে টাঙানোয় স্থানীয়দের ক্রোধের মুখে পড়েন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে দিপলপকে আটক করে পুলিশ।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
