যুক্তরাজ্যগামী ফ্লাইটের খাবারের প্যাকেটে মিলল আস্ত এক নকল দাঁত। ঘাদা এল-হোস নামের এক যাত্রী তার খাবারে এমন দাঁত পেয়েছেন বলে অভিযোগ করেছেন। খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সরকারি বিমান পরিষেবা সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ঘাদার খাবারে নকল দাঁত মিলেছে। দুবাই থেকে যুক্তরাজ্যগামী সেই ফ্লাইটটির নাম্বার বিএ১০৭।
ঘাদা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দাঁতসহ সেই খাবরের ছবি টুইটও করেছেন। টুইটে তিনি লিখেছেন, ‘এটি যে আমার কিংবা আমার আশপাশের কোনো যাত্রীর নয়— তা নিশ্চিত। আমাদের সবারই দাঁত যথাস্থানে আছে। খাবারের প্যাকেটে এ ধরনের উপাদানের উপস্থিতি রীতিমতো ভয়ঙ্কর। আমি ব্রিটিশ এয়ারওয়েজের কাছে এর ব্যাখ্যা চাইছি।’
টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গেছে, খোলা খাবারের প্যাকেটের মধ্যে সাদা রঙ্গের ন্যাপকিনের মাঝে পড়ে থাকা দাঁতটির পেছনের দিকে একটি কালো রঙ্গের বোঁটাসদৃশ্য অংশ দেখা যাচ্ছে। এটি যে নকল দাঁত, পেছনের কালো রঙের বোঁটাসদৃশ্য বস্তুটিই তার প্রমাণ। ঘাদার এমন টুইট করার অল্প সময়ের মধ্যেই পাল্টা টুইট করে তার কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
টুইটে ব্রিটিশ ওই পরিষেবা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনার জন্য আমরা খুবই দুঃখিত। আপনি কি আমাদের কাস্টমার রিলেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করে এ সম্পর্কিত কোনো অভিযোগ এবং ব্যক্তিগত তথ্য জানিয়েছেন? যদি না জানিয়ে থাকেন তাহলে দ্রুত কাস্টমার রিলেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য প্রদানের অনুরোধ করছি, জানায় ওই ব্রিটিশ ওই পরিষেবা সংস্থা।
বিমানবন্দরে প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে এক
মদের উপর কড়াকড়ি আরোপ করলো ওমান
কাতারে নিজ দেশ থেকেও নিরাপদ বোধ করছেন বিদেশি নারীরা
ফ্লাইটের তিন ঘণ্টা আগে বিমানবন্দরে যাওয়ার প্রয়োজন
প্রণোদনা সত্ত্বেও প্রত্যাশিত রেমিট্যান্স আসছে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
