মাকড়সার জালে আটকা শিশিরমাখা ভোরের একরাশ সজীব স্বপ্ন নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে শীত। সকাল-সন্ধ্যার প্রকৃতিতে পাওয়া যাচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের আবহ শুরু হয়েছে। গভীর রাত বা সকালে দেখা মিলছে ভোরের শিরির কণা। ভোরের শিশির সূর্যের আলোতে মুক্তার মতো আলো ছড়িয়ে জানান দিচ্ছে, আসছে শীত। উৎসব আর আনন্দের মাঝে নিমগ্ন খেটে খাওয়া মানুষ। এমন সময় প্রকৃতি দূর করে শীত এনে দেয় শত কষ্টের গ্লানি। শীত কারো ভালো লাগা আর কারো কাছে কষ্টের।
মরুর উত্তপ্ত গরম এখন শীতল হয়ে কমছে রাতের তাপমাত্রা। সেই সঙ্গে ওমানে সূর্যাস্ত হচ্ছে তাড়াতাড়ি। সূর্যোদয় এখন হচ্ছে আগের থেকে অনেক দেরিতে এবং রাত দীর্ঘ হচ্ছে। ওমানের আবহাওয়া অধিদফতর বলছে- এখনও না! শীত আসবে এই মাসের শেষে। দেশটির জ্যোতির্বিজ্ঞানের অনুযায়ী শীতকাল ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়। এসময় সায়েক, জাবাল আল আখদারে রাতের তাপমাত্রা এক অঙ্কে নেমে আসে। অর্থাৎ জাবাল আখদারে তুষারপাত হয়। সেখানের তাপমাত্রা থাকে মাইনাস ডিগ্রীতে। যা দেখতে ভিড় করেন ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
