প্রায় দুই মাস আগে নিখোঁজ হওয়া ওমানি নাগরিক হামিদা বিনতে হাম্মাদ আল আমরির লাশ উদ্ধার করেছে ওমানের পুলিশ। গতকাল সোমবার এই নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানায় তারা। নিখোঁজ হামিদাকে একজন নাগরিক মৃত অবস্থায় খুঁজে পান।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রয়েল ওমান পুলিশ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তার জন্য অনুসন্ধান অভিযানে স্বেচ্ছাসেবক দল এবং নাগরিকদের করা সমস্ত জাতীয় প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে। এর আগে রয়েল ওমান পুলিশ (আরওপি) ঘোষণা করেছিল যে, ৫৭ বছর বয়সী নাগরিক হামিদা বিনতে হাম্মাউদ আল আমরি গত ৩ অক্টোবর আল দাখিলিয়াহ প্রদেশের ইজকিতে তার পরিবারের বাড়ি ছেড়ে চলে গেছেন।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















