বগুড়ার এরুলিয়া বিমান বন্দর এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়েছে। পিটি-৬ প্রশিক্ষণ বিমানটিতে থাকা দুই বৈমানিক সুস্থ আছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার এরুলিয়া বিমান বন্দর সংলগ্ন বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে ‘জরুরি অবতরণ’ করে প্রশিক্ষণ বিমানটি।
প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মাহবুব ও স্কোয়াড্রন লিডার হালিমুর নিরাপদ ও সুস্থ আছেন। দুর্ঘটনায় পতিত প্রশিক্ষণ বিমানটি বিমান বাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে মেরামতযোগ্য।
মরু এলাকায় তুষারপাত ঘটিয়ে তাক লাগিয়ে
বিকাশ-রকেটে সরাসরি রেমিট্যান্স আনতে বাংলাদেশ
ওমানের মাস্কাট বিমানবন্দরে গাঁজাসহ দুই প্রবাসী
বাড়ি লিখে না দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা করল
খেলা নিয়ে তর্ক, আর্জেন্টিনার সমর্থককে খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
