বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হলো ওমানের ৫২ তম জাতীয় দিবস। গত ২৩ নভেম্বর ঢাকাস্থ ওমান দূতাবাসের উদ্যোগে দিবসটি উপলক্ষে এক কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার আল বেলুশির আমন্ত্রণে কূটনৈতিক অভ্যর্থনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
ওমানি রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ ও ওমানের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় পেঁছাতে উভয় দেশের রাষ্ট্র সরকারকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ওমানে সাত লাখ বাংলাদেশিদের সে দেশে বসবাস ও কর্মসংস্থানের জন্য ওমান সরকারকে ধন্যবাদ জানান ও ওমানে আরও বাংলাদেশি জনশক্তি নিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে কূটনৈতিক মিশন ও বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ, বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রীকে একটি স্মারক উপহার তুলে দেন ওমানের রাষ্ট্রদূত।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
