ওমানের মাসিরাহ অঞ্চলে নতুন একটি তেলের খনির সন্ধান পাওয়া গেছে। ১৮ নভেম্বর দেশটির জাতীয় সংবাদ মাধ্যম ওমান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের তেল কোম্পানি মাসিরাহ অয়েল পূর্ব উপকুলের ব্লক ৫০ এ নতুন এক তেলের খনি খনন শুরু করতে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে ইয়োমনা তেল ক্ষেত্রে এই খননের কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কম্প্যাক্ট ড্রিলিংয়ের মাধ্যমে এটি খনন করা হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ইয়োমনা ৪ খনি একটি দ্বিমুখী খনন ক্ষেত্র। খননের উদ্দেশ্যই হবে পূর্ব দিকের বর্ধিতাংশের ১ হাজার ৭০০ মিটার এলাকা খনন করা যেখানে এরোমা থেকে তেল উৎপাদন করা যাবে। এরোমায় পৌঁছানোর পর, কূপটি অনুসন্ধানের উদ্দেশ্যে আরও গভীর করা হবে। এই গভীর কূপ খননের জন্য ড্রিলিং অপারেশন প্রায় ৬০ দিনের মত সময় লাগবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
