ওমানে সড়ক দুর্ঘটনায় এরশাদ (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালিখিল গ্রামে। তার বাবার নাম বজলুল হক ভুঁইয়া। ঘটনাস্থল থেকে খাজা উদ্দিন নামে এক প্রবাসী আমাদের জানান, ‘মঙ্গলবার (১৫-নভেম্বর) ওমানের বারকা লুলু মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে পিছন থেকে একটি গাড়ি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এরশাদ ওমানে প্রায় ৩০ বছর যাবত ওমানে ছিলেন। প্রথমে শ্রমিক ভিসায় ওমান গেলেও পরবর্তীতে ক্ষুদ্র ব্যবসা করতেন। তিনি বারকা অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে কসমেটিক্স সহ বিভিন্ন আসবাব পত্র বিক্রি করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে কাজের জন্য বের হয়ে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এরশাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বাবার এমন মৃত্যুর খবরে শোঁকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাঁসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই তার মরদেহ দেশে আনার কথা জানিয়েছে তার পরিবার।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
