অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করেছে সৌদি সরকার। গত এক সপ্তাহের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাস, শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধিলঙ্ঘনকারী প্রায় ১৬ হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ৩ থেকে ৯ নভেম্বরের মধ্যে সারা দেশে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট এর যৌথ ফিল্ড ক্যাম্পেইনের সময় তাদের গ্রেফতার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৯ হাজার ৪৪১ জন রেসিডেন্সি সিস্টেমের লঙ্ঘনকারী, ৪ হাজার ৫৮০ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং শ্রম আইন লঙ্ঘনকারী ২ হাজার ৪৭২ জন আছেন। এছাড়া আরও ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয় যখন তারা সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করে। এর মধ্যে ৬৩ শতাংশ ইয়েমেনি, ৩৩ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। ৫৯ জন লঙ্ঘনকারী সৌদি আরব থেকে বেরিয়ে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলছে, কেউ যদি কোনও অনুপ্রবেশকারীকে রাজ্যে প্রবেশের সুবিধা দেয় বা তাকে পরিবহন বা আশ্রয় বা কোনও সহায়তা বা পরিসেবা দেয় তবে তার পরিবহন ও বাসস্থান বাজেয়াপ্ত করার পাশাপাশি ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
