যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুগের দুটি বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ নভেম্বর) টেক্সাসের ডালাস শহরে এক এয়ার শো চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে নিউইয়র্ক টাইমস বলছে, সংঘর্ষের পর একটি বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্ট্রেস এবং একটি বেল পি-৬৩ কিংকোবরা বিমান বিধ্বস্ত হয়। বিমান দুটিতে লোক কতজন ছিল, সেটা এখনও নিশ্চিত জানা যায়নি।

ডালাসের মেয়র এরিক জনসন বলেন, এয়ার শো চলাকালীন আমাদের শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও অনেক তথ্য জানা যায়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।

মার্কিন আর্মি এয়ার ফোর্সেস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য পল মার্টিন জানান, ফ্লাইং ফোর্ট্রেস মূলত একটি বোমারু বিমান, যেটি ১০-১১ জন ক্রু বহন করতে পারে। এছাড়া কিংকোবরা একটি সিঙ্গেল পাইলট যুদ্ধবিমান।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুগের বেশিরভাগ বিমানই সচল নেই। মানবিক এবং ঐতিহাসিক, উভয় দিক থেকেই এটি আমার জন্য হৃদয়বিদারক এক ঘটনা। এদিকে, বিমান দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















