চলতি মাসে ১৮ তারিখ ওমানের ৫২ তম জাতীয় দিবস। এ দিনটিকে কেন্দ্র করে নবরূপে সাঁজে গোটা ওমান। রাস্তাঘাট, দোকানপাট এমনকি শখের গাড়ির ডিজাইন করা হয় পতাকার আদলে। প্রতি বছর বেশ ঘটা করেই পালন করা হয় জাতীয় দিবস। গত দুবছর করোনার কারণে আনন্দ উদযাপনে কিছুটা ভাটা পরলেও এবছর ব্যাপক আয়োজন চলছে দিবসটি উদযাপনে।
ইতিমধ্যেই দিবসটি উপলক্ষে এক নির্দেশনা জারী করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। এতে বলা হয়েছে, জাতীয় দিবস উপলক্ষে এই সময়ে গাড়ি সাজানোর জন্য স্টিকার কিংবা পোস্টার লাগানো যাবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় ওমান পুলিশের ট্রাফিক বিভাগ। ওমানের জাতীয় দিবসে উপলক্ষে গাড়িতে স্টিকার কিংবা পোস্টার লাগাতে হলে কিছু নিয়ম পালন করতে হবে। এর মধ্যে আছে- স্টিকারগুলো অবশ্যই ভালভাবে সংযুক্ত থাকতে হবে, স্টিকারগুলো গাড়ির সামনের গ্লাস, পাশের জানালা, নম্বর প্লেট এবং লাইটগুলো পর্যন্ত প্রসারিত করা যাবে না।
পেছনের গ্লাসে এমনভাবে লাগাতে হবে যাতে ড্রাইভার কাচের মধ্যে দিয়ে দেখতে পায়। ইঞ্জিন কভারে কনফিগার না করা কাপড় স্থাপন করা যাবে না, আপত্তিকর ও অনৈতিক মত প্রকাশ করা যাবে না, গাড়ির রঙ এবং আকৃতি পরিবর্তন করা বা ট্র্যাফিক সুরক্ষার প্রয়োজনীয়তাগুলি মেনে চলে না এমন উপকরণ বা স্টিকারগুলি ব্যবহার করা যাবে না। এছাড়া পোস্টারগুলি অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত চিত্র এবং বাক্যাংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং জাতীয় প্রতীক মুকুট এবং তলোয়ার বিশিষ্ট খঞ্জরের স্টিকার ব্যবহার করা যাবেনা। এই নির্দেশনা ২৮ দিনের জন্য বহাল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
