সৌদি আরবে লাইসেন্স ছাড়া পলি শোষণ, বালু নিষ্কাশন এবং মাটি ড্রেজিং করার কাজের অপরাধে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২৯জন আইন লঙ্ঘনকারী প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সৌদির পরিবেশগত নিরাপত্তার জন্য স্পেশাল ফোর্সের মুখপাত্র কর্নেল আব্দুল রহমান আল-ওতাইবি বলেন যে, বালি পরিবহন এবং মাটি ড্রেজিংয়ের জন্য ব্যবহৃত ৩৯টি গাড়ি জব্দ করা হয়েছে এবং উক্ত কাজে জড়িত ২৯ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে ৯ জন সৌদি নাগরিক এবং ২০ জন বিভিন্ন দেশের প্রবাসী।
তাদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, ইয়েমেনি, সুদানী, মিশরীয়, ফিলিপিনো এবং নেপালি জাতীয়তার নাগরিক রয়েছে। পরিবেশ বা বন্যপ্রাণীর উপর হুমকি হয়, এসব সকল কাজের জন্য মক্কা আল-মুকাররামা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে সকল নাগরিককে ৯১১ নম্বরে অথবা ৯৯৯ নম্বরে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
