সাপ, আতঙ্কের একটি নাম। যে কেউই এই প্রাণীটিকে ভয় পায়। কারণ এই সাপের ছোবলে প্রাণনাশের হুমকি থাকে। পথে-ঘাটে এই প্রাণীর দেখা মিললেও বিমানের মধ্যে এই সাপ দেখার কল্পনা কেউই করেনা। তবে এবার বাস্তবে এ প্রাণীর দেখা মিললো বিমানে। এ কথাটি শুনে হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে হলিউড বিখ্যাত সেই ছবি ‘স্নেকস অন আ প্লেন’-এর দৃশ্য। যদিও মুভির সেখানে সাপ ছিল ডজনখানেক, আর এখানে মাত্র একটি। বিমানের মধ্যে ডজন খানেক বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল দুষ্কৃতীরা। যেখান থেকে ঝুলছে সাপ। তাদের ভয়ে প্রাণ ওষ্ঠাগত যাত্রীদের।
বাস্তবে যদিও একটিই মাত্র সাপ। তা-ও আবার নির্বিষ। ফ্লোরিডা থেকে নিউ জার্সিগামী ইউনাইটেড এয়ারলাইন্স-এর বিমানে বসে থাকা এক যাত্রীর আসনের তলা থেকে উদ্ধার করা হল সাপটি। তবে সাপটি বিষাক্ত না হলেও যাত্রীদের মনে ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। ইউনাইটেড এয়ারলাইন্স-এর বিমানটি নিউ জার্সি বিমানবন্দরে অবতরণ করা মাত্রই ‘বিজনেস ক্লাস’-এর যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করেন। কেউ পা তুলে আসনের উপর বসে পড়েন।
আবার কেউ বিমান জুড়ে দৌড়তে শুরু করেন। সাপটিকে দেখতে পাওয়া মাত্রই বিমানকর্মীরা সেখানকার বনবিভাগে খবর দেন। পরে সাপটিকে উদ্ধার করে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। তবে, এই ঘটনা প্রথম নয়। এর আগে ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তাওয়াউগামী এয়ার এশিয়ার বিমানেও সাপ খুঁজে পাওয়া গিয়েছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছিল সমাজিকমাধ্যমে।
আরো পড়ুন:
সম্পদের লোভে নিজের মা’কে মারলেন ওমান প্রবাসী
ওমানে নিখোঁজ ব্যক্তির সন্ধানে ৫ হাজার রিয়াল পুরষ্কার ঘোষণা
ওমানের ইবরিতে গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত
বিমানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার
দালালদের খপ্পরে পড়ে অপহরণের শিকার বাংলাদেশিরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
