নির্ধারিত গন্তব্যের দুকে শো শো করে ছুটে চলছে বিমান। কিন্তু মাঝ আকাশে ঘটলো এক বিপত্তি। যার জন্য একেবারেই প্রস্তুত ছিলোনা যাত্রীরা। এমনকি বিমানের ক্রুরা-ও এমন ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিলেননা। ১৭ অক্টোবর ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নিউ জার্সি অঙ্গরাজ্যের দিকে যাচ্ছিল।
নিউ জার্সির বিমান বন্দরের কাছে পৌঁছানোর পর যখন সেটি নামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন বিজনেস ক্লাসের কয়েকজন যাত্রী উড়োজাহাজটির মেঝেতে একটি সাপ দেখতে পান। অপ্রত্যাশিতভাবে এই সাপ দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা সিটের ওপর পা উঠিয়ে বসে ভয়ে কাপতে থাকেন। অবশেষে কেবিন ক্রুদের বারবার অনুরোধের পর শান্ত হন যাত্রীরা। অবশ্য ততক্ষণে নিউজার্সির বিমানবন্দরে অবতরণ করে ফেলে বিমানটি।
এরপর বিমানবন্দরের পুলিশ ও নিউজার্সি অঙ্গরাজ্যের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীদের সহায়তায় সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ইউনাইটেড এয়ারলাইন্সের উড়োজাহাজের সাপটি গাটার স্নেক প্রজাতির। এই প্রজাতির সাপ সাধারণত ২৬ ইঞ্চি থেকে ১৮৮ ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হয়। তবে এটি একটি নির্বিষ প্রজাতির সাপ। ফ্লোরিডায় এই সাপটি বেশ ভালো পরিমাণেই রয়েছে। তবে বিমানবন্দরের এতো কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে বিমানের ভিতর এই সাপ প্রবেশ করলো এ বিষয়ে কিছুই জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
