ওমানের জাতীয় প্রতীক ব্যবহারে দেশটির ব্যবসায়ীদের সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। অনুমতি বিহীন কোনো জাতীয় প্রতীক ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যেই আইন লঙ্ঘনের কারণে বেশকিছু দোকানে অভিযান চালিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এসময় বিভিন্ন দোকান থেকে থেকে অনুমোদন বিহীন জাতীয় প্রতীক সম্বলিত বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
সাধারণত প্রতি বছর দেশটির জাতীয় দিবসের এক মাস পূর্ব থেকেই ব্যবসায়ীরা ওমানের জাতীয় প্রতীক সম্বলিত বিভিন্ন ধরণের পোশাক এবং অন্যান্য জিনিস পত্র বাজারে এনে থাকেন। দেশের ভালবাসায় এইসব পণ্য অনেকেই কিনে থাকেন। ১৮ নভেম্বর ওমানের জাতীয় দিবস উপলক্ষে এইসব পণ্যের বেশ চাহিদা তৈরি হয় ক্রেতাদের মাঝে।
তবে দেশটির সরকারের তরফ থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনুমতি ব্যতীত কোনো জাতীয় প্রতীক ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রণালয়। অনুমতি নিতে হবে এমন সব প্রতীকের মধ্যে রয়েছে খঞ্জর এবং মুকুট বিশিষ্ট ওমানের জাতীয় প্রতীক। ওমানের পতাকা এবং ওমানের মানচিত্র।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
