রেমিটেন্স যোদ্ধাদের জন্য এনআইডি কার্ডের পরিবর্তে পাসপোর্টকে বেশি গুরুত্ব দিতে হবে। এনআইডি কার্ড না থাকায় বেশ ভোগান্তিতে আছেন অসংখ্য প্রবাসী। সংযুক্ত আরব আমিরাত সফর করে এবং প্রবাসীদের সাথে কথা বলে বিষয়টি উপলব্ধি করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে কিভাবে রেমিট্যান্সের গতিপ্রবাহ বাড়ানো যায় এ বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন আমাদের আমিরাত প্রতিনিধির কাছে।
প্রবাসীরা দেশের জন্য কতটা ভূমিকা রাখছেন পূর্বে তা আলোচনায় না থাকলেও বর্তমানে দেশের অর্থনৈতিক ক্রান্তিকালে সবাই টের পাচ্ছে। আর তাইতো রেমিট্যান্সের উপর গুরুত্ব দিচ্ছে খোদ বাংলাদেশ সরকারও। ইতিমধ্যে রেমিট্যান্স যোদ্ধাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশনগুলোও তৎপর হয়েছে সরকারী নির্দেশনায়। সম্প্রতি আমিরাতের সারজায় এক রেমিট্যান্স মেলায় হাজির হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। তিনি প্রবাসীদের সাথে কথা বলে রেমিট্যান্স প্রবাহে প্রতিবন্ধকতার বিষয়গুলো চিহ্নিত করেছেন বলে জানিয়েছেন। অচিরেই তা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানান তিনি।
রেমিট্যান্স মেলাগুলোতে ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের উপর বেশি দৃষ্টি দেওয়া হচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, আমাদের দৃষ্টি দিতে হবে সাধারণ প্রবাসীদের উপর। সাধারণ ব্যবসায়ীরা যাতে সহজ পদ্ধতিতে রেমিট্যান্স পাঠাতে পারে সে জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।
রেমিট্যান্সের প্রণোদনা বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে প্রণোদনা প্রবাসীদের জন্য দেওয়া হচ্ছে তা বাড়িয়ে এককালীন করা যায় কিনা সে বিষয়ে সরকারের সাথে আলোচনা করা হবে। যখন একজন প্রবাসী প্রবাস জীবন শেষে অবসরে যাবেন তখন কোন পেনশন ভাতা দেওয়া যায় কিনা সে বিষয়েও নজর দেওয়ার কথা জানান তিনি। এসময় এনআইডি কার্ড ছাড়া ওয়েজ আর্নারস বন্ড কেনার জন্য জনতা ব্যাংকের নীতিমালা পরিবর্তনের সুপারিশ করবেন বলেও জানান সাইদুর রহমান।
এদিকে প্রবাসীদের বন্ড কেনার ক্ষেত্রে সরকার আইন শিথিল করলে রেমিট্যান্স অনেক বেশি বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউজ গুলোর মাধ্যমে মোবাইল অ্যাপ চালু করা সহ বেশকিছু পরামর্শ দেন তিনি।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
