ওমানের মহামান্য সুলতান হাইতাম বিন তারিককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে এই আমন্ত্রণ বার্তা সুলতানের কাছে পৌঁছে দেন দেশটিতে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। মঙ্গলবার (১৮-অক্টোবর) সুলতানের রাজপ্রাসাদ আল আলম প্যালেসে এক আড়ম্বরপূর্ণ পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে এই আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান।
ওমানের শ্রম বাজার প্রসঙ্গে রাষ্ট্রদূত সুলতানের ভুয়ুসি প্রশংসা করেন এবং দেশটিতে প্রায় সাত লক্ষ বাংলাদেশী বিভিন্ন পেশায় কর্মরত থেকে ওমানের উন্নয়নে অবদান রাখছে বলেও জানান। বাংলাদেশীদের প্রতি ওমানের জনগণ ও প্রশাসন এর আস্থা ও আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এসময় বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেন সুলতান। এসময় দেশটির দেওয়ান মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রয়্যাল গার্ডের কমান্ডার, রাজকীয় প্রটোকল প্রধান এবং সুলতানের সামরিক সহযোগীরা উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস নাজমুল ইসলাম, ডেপুটি চীফ অব মিশন মিস মৌসুমি রহমান ও প্রথম সচিব রৌশন আরা পলি। এদিকে আনুষ্ঠানিকভাবে সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করায় রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়েছে ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাব, চট্টগ্রাম সমিতি, এনআরবি সিআইপি সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
