দিন যতই ঘনিয়ে আসছে, ততই উন্মাদনা বাড়ছে। আর মাত্র কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আসর কাতার ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে গ্রেটেস শো অন আর্থ। কাতার ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই দেখতে মুখিয়ে আছে কোটি কোটি ফুটবলভক্ত। বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে জড়ো হবেন ১২ থেকে ১৪ লাখ মানুষ। আরবজাতিকে এমনিতেই ফুটবলপাগল জাতি হিসেবে চেনে সবাই। এর মধ্যে সৌদি আরবের নামডাক বেশ পুরনো। আর তাই এবার কাতার বিশ্বকাপে মুসলিম দর্শকদের জন্য ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে দেশটি। টুর্নামেন্টের সময় বিনা খরচে ওমরাহ পালন এবং মদিনায় যাওয়ার ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সেইসাথে বিনা খরচে পাবেন ওমরাহ পালনের সুযোগ। তবে হায়া কার্ডধারীদের (ম্যাচের টিকিটধারী) থাকতে হবে স্বাস্থ্যবিমা।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি শুক্রবার (১৪ অক্টোবর) সৌদি ‘আল-এখবারিয়া’ চ্যানেলে বলেছেন, ১১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে সৌদি আরবে ওমরাহ পালনের জন্য দেয়া হবে ভিসা। আল-শামারি ঘোষণা করেন, মুসলিম হায়া কার্ডধারীরা ২ মাস পর্যন্ত দেশটিতে থাকতে পারবেন। এর মেয়াদ শেষ হবে আগামী বছরের ১১ জানুয়ারি।
তিনি আরও বলেন, কার্ডধারীদের একটি মাল্টি-এন্ট্রি ভিসা দেয়া হচ্ছে, যার মাধ্যমে কার্ডের মেয়াদ থাকার পুরো সময়টিতে যে কোনো সময় তারা সৌদি আরবে প্রবেশ এবং প্রস্থান করতে পারবেন। হায়া কার্ডধারীরা বিনা খরচে সৌদি ইলেকট্রনিক ভিসার এই সুবিধা পাবেন। তবে থাকতে হবে স্বাস্থ্যবিমা বা মেডিকেল ইনস্যুরেন্স।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
