মালয়েশিয়ায় অভিবাসন আইন অমান্য করার অভিযোগে ১৫ বাংলাদেশিসহ ৫০১ অভিবাসীকে আটক করা হয়েছে। ১৪ অক্টোবর রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ৩১৮ জন ভারতীয়, ৭৯ জন শ্রীলঙ্কার, ৬২ জন ইন্দোনেশিয়ার, নেপালের ১৬ জন, বাংলাদেশের ১৫ জন ও মিয়ানমারের ১১ জন নাগরিক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, আটকদের অধিকাংশের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। কারও কাছে বৈধ কোনো নথি নেই। তারা অবৈধভাবে বসবাস করছিল। তাদের অধিকাংশ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সেলাঙ্গর রাজ্যের অভিবাসন বিভাগের উপপরিচালক তরমিজি তালিব আলি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
