যে প্রিয়জনদের ভালো রাখার জন্য নিজের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দেন একজন প্রবাসী, এবার সেই প্রিয়জনদের হাতেই নির্মম নির্যাতনের শিকার হলেন! বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাওয়ায় মধ্যযুগীও কায়দায় নির্যাতন করেছে শ্বশুরবাড়ির লোকজন। ১৪ অক্টোবর বিকেলে এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহ জেলার মহেশপুরের ভোলাডাঙ্গা গ্রামে। নির্যাতনের শিকার প্রবাসীর নাম বকুল। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করার কথা জানিয়েছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া। মুঠোফোনে তিনি প্রবাস টাইমকে জানিয়েছেন, মারধর ও নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হলেও বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আহত প্রবাসী বকুলের ভাই মকুল জানান, সাত বছর আগে একই গ্রামের লুৎফর রহমানের কন্যা লতিফার সঙ্গে বকুলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বকুল মালয়েশিয়া চলে যান। এরপর থেকে স্ত্রী লতিফার নামে প্রতি মাসে তার আয়ের টাকা পাঠান। বিদেশ থেকে স্ত্রীর নামে প্রায় ২৪ লাখ টাকা পাঠানো হয়েছে এমন দাবী পরিবারের। তবে, এরই মধ্যে তার স্ত্রী তার খালাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করে। পরবর্তীতে স্ত্রীর কাছে পাঠানো টাকা ফেরত আনতে গেলে শশুরবাড়ীর লোকজন বকুলকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। বর্তমানে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় বকুলের শ্বশুর লুৎফর রহমান, স্ত্রী লতিফা ও তার বর্তমান স্বামী খায়রুলসহ ১০ জনকে আসামি করে শনিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
