মোংলায় দুবাই প্রবাসীর বাড়ীতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫) পৌর শহরের শেহালাবুনিয়া জিয়া সড়কের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে। ঐদিন দুপুরে আমেনা বেগমের মেয়ে কবি আফরোজা হিরা বাদী হয়ে মোংলা থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ছেলে বিদেশে থাকায় আমেনা বেগম নামে এক বৃদ্ধা জিয়া সড়কের নিজ ভবনে একা বসবাস করেন। দুদিন আগে চিকিৎসার জন্য ঢাকায় আসেন। এতে বাড়িতে কেউ না থাকার সুযোগে কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার ঘরের দরজার তালা ভেঙে ভেতরে গিয়ে স্টিলের আলমারি থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। এ ছাড়া ঘরের আসবাবপত্র তছনছ করে দুর্বৃত্তরা নগদ টাকা ও বেশকিছু প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন,দুবাই প্রবাসীর বাড়িতে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার লুটের ঘটনায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর মেয়ে আফরোজা হিরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
আরো পড়ুন:
প্রথমবারের মতো মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে
ওমানে ৩ দিন যাবত নিখোঁজ এক নারী, সন্ধান চায় পুলিশ
দেশের পাসপোর্ট অফিসে সার্ভার জটিলতা, দুর্ভোগে হাজারো প্রবাসী
বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত
আমিরাতে অভিবাসন আইনের বড় সংস্কার, দক্ষ পেশাজীবীদের জন্য সুবর্ণ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
