গতকাল সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় একঘন্টা ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হয়েছে। অধিকাংশ এসি বন্ধ রেখে জেনারেটর দিয়ে চলে কার্যক্রম। ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকায় অনেক ফ্লাইট ছাড়তে বিলম্বে হয়। ফলে যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। জানা গেছে, ৪ অক্টোবর দুপুর ২টার পর থেকে প্রায় তিনটা পর্যন্ত বিমানবন্দরে এই বিদ্যুৎ সমস্যা দেখা দেয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব বিমানবন্দরে পড়েছে। দুপুরে বিদ্যুৎ সেবা বন্ধ ছিল। তবে, পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়। বিমানবন্দর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ সমস্যায় ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার নেতিবাচক প্রভাব পরেছিলো পুরো বিমানবন্দরে জুড়ে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য ফ্লাইট ডিলে হয়েছে।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















