ওমানে ব্যাংক একাউন্ট বন্ধসহ বিভিন্ন ধরণের ম্যাসেজ পাঠিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এমন ম্যাসেজ সবাইকে এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে দেশটির ওমান রয়্যাল পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানায়, সম্প্রতি সাধারন মানুষের মাঝে কিছু স্থানীয় বিভিন্ন ব্যাংকের লগো ব্যবহার করে ভুয়া ম্যাসেজ পাঠাচ্ছে একদল চক্র। তাই সাইবার প্রতারণা শিকার না কোন সংস্থা বা অপরিচিত কাউকে ব্যাক্তিগত কোন তথ্য শেয়ার না করতে অনুরোধ করা হচ্ছে।
এদিকে, সাংবাদিক হত্যাকারীদের বিচারের আ্ওতায় আনার পাশাপাশি চাপ বা হুমকি ছাড়া সত্য রিপোর্ট করার জন্য সংবাদকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষার দাবী জানিয়েছে ওমানি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। ৩০ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস আয়োজিত জেনেভায় জাতিসংঘ সদর দফতরে বিশ্বের সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এসব বিষয় উঠে আসে।
বিশেষ করে, ফিলিস্তিন, ইয়েমেন,আরব বিশ্বসহ সমস্ত সংঘাতে দ্বায়িত্ব পালন করতে গিয়ে সংবাদিকরা নির্যাতিত হচ্ছেন। তাদের সুরক্ষার জন্য নতুন একটি আন্তর্জাতিন আইন তৈরি করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া সাংবাদ কর্মীদের জন্য আন্তর্জাতিক সনদ তৈরি, সাংবাদিকদের নিরাপত্তার অবকাঠামো, সাংবাদিকদের কার্যকারিতা বাড়াতে সক্ষম এমন একটি নির্দিষ্ট সংস্থা পরিচলনা করার দাবী জানিয়েছে তারা।
আরো পড়ুন:
ওমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ব্রুসেলোসিস’, দেশজুড়ে আতঙ্ক
দক্ষতা যাচাইয়ে সৌদি-বাংলাদেশ চুক্তি সই
বিকল্প পদ্ধতিতে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়া
কালের সাক্ষী সুলতান সুলেমান আমলের মসজিদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
