ওমানের নির্মাণাধীন ভবন থেকে মূল্যবান ধাতববস্তু চুরির অভিযোগ চার বিদেশী নাগরিকতে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। ২৩ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টাইমস অফ ওমানের এক প্রতিবেদনের বলা হয়েছে, দেশটির উত্তর আল বাতিনাহ শহরে পুলিশ ভবন নির্মাণের জন্য সজ্জিত ১৩৫ টি মূল্যবান ধাবতবস্তু চুরি হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে ওমান রয়্যাল পুলিশ। এরা সবাই এশিয়ার নাগরিক বলে জানা যায়। তবে তাদের নাম-পরিচয় কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
