প্রবাসী বাংলাদেশীদের রি-ইস্যু ও নতুন পাসপোর্ট প্রাপ্তি সহজীকরণের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের শীর্ষ নেতারা। ২১ সেপ্টেম্বর দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আইয়ূব চৌধুরীর সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান। সংগঠনের মহাসচিব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্টের যাবতীয় কার্যক্রম দূতাবাসের মাধ্যমে করার দাবি জানিয়ে বলেন, আমাদের পাসপোর্ট সংক্রান্ত যেকোনো তথ্য দূতাবাসের বাইরে কেউ যেন না দেখেন। দূতাবাসকে এই গোপনীয়তা রক্ষা করতে হবে। করোনাকালীন সময়ে ওমান দূতাবাস সংক্ষিপ্ত সময়ের প্রবাসীদের পাসপোর্টের রেনু করার বিষয়ে দায়িত্ব দেয় গালফ ওভারসীস এক্সচেঞ্জ ও ওমান এক্সচেঞ্জকে। কিন্তু সে ক্ষেত্রে প্রবাসীরা আশানুরোগ সেবা পাচ্ছে না বলে অনেকের অভিযোগ আছে। পাশাপাশি পাসপোর্ট সেবা কে কেন্দ্র করে একটি দালাল চক্র সৃষ্টি হয়েছে বলেও জানান ইয়াসিন চৌধুরী।
তবে, তাদের এই দাবী গুলোকে লিখিত আকারে দেওয়ার কথা বলেছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলেন, আমাকে উনারা যে দাবিগুলির কথা জানিয়েছেন আমি তাদেরকে বলেছি, আপনাদের দাবিগুলো লিখিত আকারে দিলে তা আন্ত:মন্ত্রণালয় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও সেবা সুরক্ষা সচিবকে জানাবো। এটি একক কোন সিদ্ধান্ত নয়। অবশ্যই মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, পাসপোর্ট আবেদনের ফরম পূরণের জন্য যদি সরকারিভাবে নির্দিষ্টহারে অর্থ নির্ধারণ করে এজেন্সি নিয়োগ করা হয়, তাহলে একদিকে যেমন হয়রানি কমবে অন্যদিকে সরকারী রাজস্ব বৃদ্ধি পাবে আশা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাজী সারওয়ার হাবীব সিআইপি (জাপান), সহকারী মহাসচিব আব্দুল আজিজ খান (কাতার) সিআইপি, পরিচালক অর্থ (ওমান) প্রকৌশলী আশ্রাফুর রহমান সিআইপি ও নির্বাহী সদস্য আব্দুল আজিজ খান (ওমান) সিআইপি প্রমূখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
