ওমানে চুরি সহ একাধিক অপরাধে তিন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। ২০ সেপ্টেম্বর রাতে ধোফার প্রদেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সালালাহ নগরীর বেশ কয়েকটি দোকান থেকে বিপুল পরিমাণের অর্থ এবং জিনিসপত্র চুরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে, দেশটির দক্ষিণ আল বাতিনাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, অতিরিক্ত গতিতে বাই সাইকেল চালানোর সময় এক পথচারীর উপর সাইকেল তুলে দেয় চালক। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় চালককে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















