ওমানে প্ল্যাস্টিক ব্যাগ ব্যবহারে বেশ কঠোরতা আরোপ করেছে দেশটির সরকার। ইতিপূর্বে ব্যাগ ব্যবহার করলে জরিমানার বিধান করা হলেও বর্তমানে এই ব্যাগ আমদানিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। রবিবার (১৮-সেপ্টেম্বর) এ ব্যাপারে দেশটির বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কায়েস মোহাম্মদ আল ইউসেফ জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি প্ল্যাস্টিক ব্যাগ আমদানি নিষিদ্ধ করার জন্য একটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত (নং 519/2022) জারি করেছেন।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ওমানে কোনো ব্যবসায়ী প্ল্যাস্টিক ব্যাগ আমদানি করতে পারবেনা। আইন অমান্য করে কোন ব্যবসায়ী আমদানি করলে তাকে এক হাজার ওমানি রিয়াল জরিমানা করা হবে। তবে নতুন এই আইনটি আগামী ২০২৩ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
পরিবেশ কর্তৃপক্ষ আরো জানিয়েছেন যে, একক-ব্যবহারের প্লাস্টিকের ব্যাগগুলি দুই ধরণের প্লাস্টিক থেকে তৈরি করা হয়। একটি হালকা এবং একটি ভারী। সাধারণত হালকা প্লাস্টিকের ব্যাগগুলো সহজেই বাতাসে ভেসে থাকে। এই ব্যাগগুলো পরিবেশে সহজে পচে যায় না। এই ধরণের ব্যাগ পরিবেশে পচে যেতে পায় এক হাজার বছর সময় লাগতে পারে। সহজেই এই ব্যাগ পচে না যাওয়ার কারণে প্রতিবছর এই ব্যাগ এক লক্ষেরও বেশি প্রজাতির প্রাণী ও পাখির ক্ষতি করে থাকে। বছরে ৩৬৮ টিরও বেশি প্রাণী হত্যার জন্য এই প্লাস্টিকের ব্যাগ দায়ী। এছাড়াও প্লাস্টিকের ব্যাগ পুড়ালে এর থেকে যে রাসায়নিক কালো ধোয়া বের হয়ে তা মানুষের শ্বাস নালিকে ক্ষতি করে।
এদিকে, কয়েক বছর কঠিন সাধনা এবং নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী মুবারক আহমেদ খান তাঁর সহযোগীদের নিয়ে পাটের আঁশ দিয়ে তৈরি পরিবেশবান্ধব শতভাগ প্রাকৃতিক পলিব্যাগ তৈরি করেন। পাট থেকে তৈরি এই পলিথিন ব্যাগের নাম দেন ‘সোনালী ব্যাগ’। সারা বিশ্বে এই নামেই পরিচিত হবে পাটের তৈরি পলিথিনের ব্যাগের। তবে বাংলাদেশের তৈরি সোনালী ব্যাগ এখনো আলোর মুখ দেখতে পারেনি! বর্তমান সময়ে ওমানে সোনালি ব্যাগ রপ্তানির দারুণ সুযোগ রয়েছে। এই মুহূর্তে ওমানে পাটের তৈরি এই সোনালি ব্যাগ রপ্তানি করতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের আরেকটি পণ্যের দুয়ার উন্মোচন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
