যুক্তরাষ্ট্রে কলোরাডো অঙ্গরাজ্যে মধ্য আকাশে দুটি বিমানের সংঘর্ষে তিন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান দুটির সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বিমান দুটির মধ্যে একটি সেসনা-১৭২, অন্যটি সোনেক্স জেনোস। সোনেক্স হালকা বিমান, এটি বাড়িতেই বানানো যায়। আর সেসনা ১৭২ ছোট বিমান, এতে মাত্র ৪টি আসন রয়েছে। এদিকে, ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
