দীর্ঘদিন লকডাউনের পর মঙ্গলবার (৯-জুন) ওমানে ৩য় দফায় বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে (ওমানের মাতরাহ এবং ওয়াদি কবির শিল্পাঞ্চল ব্যতীত)। মঙ্গলবার দেশটির সুপ্রিম কমিটি থেকে পুনরায় খুলে দেওয়া ৪৯ টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের একটি তালিকা দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। তবে যেসকল বাণিজ্যিক প্রতিষ্ঠান এখনও চালু করার অনুমতি মেলেনি, তার একটা তালিকা আজ (বুধবার) দেশটির টাইমস অব ওমানে প্রকাশ করা হয়। পুনঃ চালু করার অনুমতি নেই এমন একটি তালিকা প্রবাস টাইমের পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হইলোঃ
১, সেলুন (পুরুষ)।
২, বিউটি পার্লার।
৩, ট্রেইলারিং শপ (পুরুষ)।
৪, ট্রেইলারিং শপ (মহিলা)।
৫, টেক্সটাইল কাপড় বিক্রির দোকান।
৬, ক্যাম্পিংয়ের সরঞ্জাম এবং ট্রিপ বিক্রয়কারী দোকান।
৭, তাঁবু ভাড়া অফিস।
৮, পার্টি সেন্টার
৯, কাপড় ধোয়া এবং ইস্ত্রি করা দোকান (ম্যানুয়াল)।
১০, শিশা বার (হুক্কার দোকান)
১১, পাবলিক পার্ক
১২, স্পোর্টস হল এবং জিম
১৩, ট্রাভেল ও পর্যটন অফিস
১৪, রিক্রুটমেন্ট এজেন্ট অফিস।
১৫, স্টেডিয়াম/খেলার মাঠ।
আরও পড়ুনঃ ওমানে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হইলো
এছাড়াও জানাজা নামাজ এবং মসজিদ খোলার ব্যাপারে এখনও কোন অনুমতি দেওয়া হয়নি।
আরও দেখুনঃ মধ্যপ্রাচ্য থেকে ২৮ হাজার প্রবাসী ফিরবেন শিগগিরই
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















