প্রবাসী স্বামী হারুন অর রশিদকে ফিরে পেতে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে করেন তাঁর স্ত্রী পারভীন খাতুন। মঙ্গলবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লায়
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লার হারুন অর রশিদ (৪৩)। ১৫ বছর ধরে সৌদি আরবে প্রবাসী তিনি। দেশটির আভকিক শহরের সাদ আলী আল এশা নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করে আসছেন। হঠাৎ ২৫ আগস্ট সেখান থেকে অচেনা এক ব্যক্তি হারুন অর রশিদের পরিবারকে ফোন করে বলেন, তিনি মারা গেছেন।
পরে ওই প্রতিষ্ঠানের সঙ্গে বার বার সরাসরি যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু সাড়া মিলছিল না। অবশেষে ১০ আগস্ট কোম্পানি থেকে হারুনের ছেলেকে ফোন করে বলা হয়, ‘ইয়োর ফাদার ইজ লস্ট’। এরপর ফোনের সংযোগ কেটে দেওয়া হয়। এ অবস্থায় ১৫ দিন ধরে পরিবারটি দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় সময় কাটাচ্ছে।
আজ মঙ্গলবার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে হারুনকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবারের সুখের কথা ভেবে ২০০৭ সালে সৌদি আরবে যান হারুন অর রশিদ। বিদেশ থেকে দেশে টাকা পাঠাতেন তিনি। সেই টাকায় তাঁর বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানেরা ভালোভাবেই চলছিলেন। হঠাৎ তাঁর মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
হারুন অর রশিদের বড় ভাই আল-আমিন বলেন, প্রথমে গত ২৫ আগস্ট সৌদি আরব থেকে অচেনা একজন ফোনে বলেন, হারুন গ্যাস বিস্ফোরণে মারা গেছেন। তাৎক্ষণিক হারুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এ সময় তাঁর সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে কেউ সঠিক কিছু জানাতে পারেননি।
হারুনের ছেলে পারভেজ বলেন, অনেক চেষ্টার পর গত শনিবার কোম্পানির এক লোক ফোন ধরে শুধু বলেন, ‘ইয়োর ফাদার ইজ লস্ট’। এর পর আর কেউ ফোন ধরছেন না। হারুনের স্ত্রী পারভীন খাতুন বলেন, ‘আমার স্বামী যদি মরেই যান, তাহলে অন্তত লাশটি ফেরত দিক তাঁর কোম্পানি। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দপ্তরে আমি সহযোগিতা চেয়েছি। কিন্তু প্রতিকার পাইনি। আমি সরকারের কাছে আমার স্বামীকে জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছি।’
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
