কক্সবাজারের টেকনাফে তল্লাশির নামে আবদুল্লাহ নামে এক প্রবাসীকে নির্যাতন করা হয়েছে। উপজেলার শামলাপুর শালখালী বিজিবি চেকপোস্টে ০৬ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে। উক্ত প্রবাসী টেকনাফের হাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে। ইতিমধ্যেই নির্যাতনে জড়িত বিজিবির ৩ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, কিছু দিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার সংসারে দুজন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামে বাস করে কক্সবাজার ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে, বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে।
এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে ফের মারধর করে। পরে পেটে ইয়াবা আছে বলে তাকে জোর করে মলত্যাগ করানো হয়। এতেও না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে আবারও মারধর করায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় তাকে একটি গাড়িতে তুলে দেওয়া হয়। গাড়িটা তাকে কক্সবাজার বাস টার্মিনালে ফেলে দিয়ে চলে যায়। টার্মিনালে পড়ে থাকতে দেখে এক পথচারী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার মাহফুজুর রহমান জানান, প্রবাসীকে নির্যাতনের সত্যতা পাওয়ায় বিজিবির ৩ সদস্যকে ক্লোজ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভুল তথ্যের ভিত্তিতে ওই প্রবাসীকে তল্লাশি করা হয়। ক্লোজ তিন সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সদর দপ্তরকে সুপারিশ করা হয়েছে।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
