ওমানে গাড়ি চুরির অপরাধে দুইজনকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। রবিবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও চুরির অভিযোগে উত্তর আল বাতিনা প্রদেশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এরআগে গতকাল (১০-সেপ্টেম্বর) গাড়িতে আগুন দেওয়ার অপরাধে একই প্রদেশ থেকে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। দেশটির আইন অনুযায়ী গাড়িতে অগ্নিসংযোগ একটি গুরুতর অপরাধ।
আরো পড়ুন:
ছুটিতে দেশে এসে সৌদি প্রবাসীর মৃত্যু
বেড়েছে প্রবাসী আয়, রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার
হুন্ডিতে টাকা নিলে বিপদে পড়বেন প্রবাসীর স্বজন
মৃত্যুকূপ পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে ৩৮ বাংলাদেশি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
