ওমান ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত টি-২০ ম্যাচে শক্তিশালী মাজুন ডেইরিকে হারিয়ে দাপুটে জয় অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান। ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ মস্তোফার ২৬ বলে ৩২ রানের মাধ্যমে জয়ের দুয়ার উন্মোচন হয়। টসজিতে প্রথমে মাঠে নামে মাজুন ডেইরি। বাংলাদেশ টিমের সাকিব, রাশেদ, সোহাগ, জাহিদ, শাকিলের বোলিংয়ে তোপের মুখে ১৯ ওভার ৩ বলে তাদের সবকটি উইকেট হারিয়ে ১২৬ রানের টার্গেট দেয় বাংলাদেশকে।
শুক্রবার (২-সেপ্টেম্বর) আল হিল ক্রিকেট গ্রাউন্ডে এই খেলা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ দলের দুর্দান্ত ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে টিম মাজুন। ৩ ওভার ৪ বল এবং ৫ উইকেট হাতে রেখেই বিশাল জয় লাভ করে বাংলাদেশ দল। এসময় মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন চৌধুরী (সিআইপি), ক্লাবের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান (সিআইপি) ও ক্লাবের সেক্রেটারী শেখ ফাহাদ সহ আরো অনেক বাংলাদেশি প্রবাসী।
ওমানে নতুন গঠিত এই বাংলাদেশি ক্রিকেট টিমের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে মনে করছেন প্রবাসীরা। একইসাথে খেলাধুলার প্রতি প্রবাসীদের আগ্রহ বাড়বে বলেও মনে করছেন তারা। এর মাধ্যমে প্রবাসীদের মধ্যে অপরাধের মাত্রাও কমে আসবে এমনটি ধারণা করছেন বাংলাদেশ ক্রিকেট ক্লাবের উদ্যোক্তারা।
আরো পড়ুন:
মারা গেলেন ওমান প্রবাসী আপন চার ভাই
‘প্রবাসীদের রেমিট্যান্স-যোদ্ধা বলে লাভ নেই’
ওমানে মহামারির মতো ছড়িয়ে পড়ছে বিবাহবিচ্ছেদ
ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান ধরলো সৌদি
স্বর্ণ চোরাচালান বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলো বাজুস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
