ওমানে মেয়াদোত্তীর্ণ আইডি, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের জন্য কোনো জরিমানা করা হবেনা বলে ঘোষণা করা হয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশের পক্ষথেকে। মঙ্গলবার আরওপি’র বরাত দিয়ে টাইমস অব ওমানের খবরে বলা হয়, করোনার এই সময়ে যাদের ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড অথবা পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়েছে, তাদের মেয়াদোত্তীর্ণ আইডি, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের জন্য কোনো জরিমানা করা হবেনা। রয়্যাল ওমান পুলিশের গ্রাহক সেবা খোলার পর এটি পুনর্নবীকরণ করা হবে।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসের তিনটি জেনেটিক্স উদ্ভাবন করেছে ওমান
আরওপি-র একজন কর্মকর্তা বলেন: “যাদের আইডি, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং পুলিশ সেবা পুনরায় চালু করার পরে তাদের পুনর্নবীকরণ করা হবে তাদের জন্য কোনও জরিমানা হবে না।”
আরও দেখুনঃ প্রবাসীদের আলাদা স্মার্ট কার্ড দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
