ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ এক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৩০-আগস্ট) এক বিবৃতিতে দেশটির কাস্টমস জানিয়েছে, বিমানবন্দররে এক যাত্রীর সঙ্গে গাজা পাওয়া যায়। পরে তার লাগেজ তল্লাশি করলে বিপুল পরিমাণ মাদক দ্রব্য পাওয়া যায়। তবে সে কোন দেশের নাগরিক নাম-পরিচয় কিছুই জানায়নি কর্তৃপক্ষ।
এদিকে, কুয়েতে ১শ কেজি গাজা পাচারের সময় একজন মিশরি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আটককৃত ব্যক্তি বলেন, মাদকপাচার মামলায় কুয়েত থেকে নির্বাসিত এক ইরানি নাগরিক এর সাথে এ ব্যবসা পরিচালনা করছেন তিনি। ইরান থেকে নেশা জাতীয় দ্রব এনে মিসকান ও ফাইলাকা দ্বীপ এলাকায় সাপ্লাই দিতে তিনি। জব্দকৃত মাদকের দাম প্রায় ৮ কোটি টাকা। গ্রেফতারকৃত ব্যক্তি আন্তর্জাতিক মাদক চোরাচালানের সাথে জড়িত বলে জানিয়েছে কুয়েতের পুলিশ।
আরো পড়ুন:
চলন্ত ফ্লাইটে মাঝ আকাশে ২ পাইলটের মারামারি
প্রশিক্ষণের অভাবে দক্ষতায় পিছিয়ে প্রবাসী শ্রমিকেরা
ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারী করলো কুয়েত
২০ বছরের প্রবাস জীবন শেষ করে বাক্সবন্দী হয়ে দেশে ফিরবেন আলী!
২৫ দিনে সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
